Bijoy Bayanno Logo |
অতি প্রয়োজনীয় ফন্টসমূহ ছাড়াও বিজয় ২০০৩ থেকে বিজয় ক্লাসিক এবং বিজয় ক্লাসিক থেকে বিজয় ২০০৩-এর জন্য দুটি ডাটা কনভার্টার এতে রয়েছে। এই সংস্করণে আড়িয়াল খাঁ, ব্রহ্মপুত্র, বুড়িগঙ্গা সুশ্রী, চন্দ্রাবতী, ঢাকার চিঠি, ধলেশ্বরী, কর্ণফুলি, খোয়াই, তিস্তা, পিনকি, পরশসুশ্রী, রিনকি, রিনকি সুশ্রী, সুমেশ্বরী, সুতন্বী, সুতন্বী সুশ্রী, তন্বী সুশ্রী, তন্বী বাংলা ও উর্মি ফন্ট রয়েছে।
বিজয় বায়ান্নো ২০১২ প্রকাশ উপলক্ষ্যে এর নির্মাতা জনাব মোস্তাফা জব্বার বিশ্বের সকল প্রান্তের বিজয় ব্যবহারকারীদেরকে অভিনন্দন জানিয়ে মন্তব্য করেছেন, "বিজয় বায়ান্নো বাংলা ব্যবহারকারীদের জন্য কম্পিউটারে বাংলা লেখার এক অনন্য সুযোগ তৈরি করে দিচ্ছে। উইন্ডোজ-এর সকল সংস্করণে কাজ করার ফলে এটি সকলেই ব্যবহার করতে পারবেন এবং এর ফলে আমাদের বাংলা ভাষার ডিজিটাল যাত্রা আরও সুগম হলো। "
বিজয় বায়ান্নো ২০১২ Key:- RN28-T29S-K1XM-J6XY-LK24
{ 0 comments... read them below or add one }
Post a Comment